দূরবীনের ‘দিও খবর’

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ২:০১ অপরাহ্ণ

১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনপ্রিয় ব্যান্ড ‘দূরবীন’ হাজির হয়েছে নতুন গান নিয়ে। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশ হয়েছে দূরীনের নতুন গান ‘দিও খবর’। ‘দিও খবর’ গানের কথা লিখেছেন নাহিদ হাসান। সুর করেছেন ব্যান্ডের দলনেতা ও ভোকাল চট্টগ্রামের সন্তান শহীদ। সংগীতায়োজনে দূরবীন।

শহীদ বলেন, ‘গানটি আমাদের ১৭ বছর প্রতিষ্ঠাবিার্ষিকীর উদযাপনের অংশ হিসেবে প্রকাশ করছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের ইচ্ছা রয়েছে আমাদের। এরইমধ্যে ১০/১২টি গানের কাজ শেষ হয়েছে।’ দূরবীনের বর্তমানে লাইনআপে আছেন-শহীদ (ভোকাল), কাজী শুভ (ভোকাল), আইয়ুব শাহরিয়ার (ভোকাল), শাহরিয়ার জামান (ড্রামস), জয়/হৃদয় (গিটার) এবং শাওন (বেজ গিটার)।

উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করেছিল তারুণ্যের ব্যান্ড দূরবীন। ব্যান্ডটি এই ১৭ বছরে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে। এই ব্যান্ডের ভোকালিস্ট শহীদ শ্রোতামুগ্ধ গানের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দেশ-বিদেশের অগণিত ভক্ত, শ্রোতাদের মনে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩ জন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত