ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করেন। মাঝেমধ্যে বাংলাদেশে আসেন। গত বছরের শেষের দিকেও এসেছিলেন। কিছুদিন থেকে ফের উড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। গতকাল ছিল বাংলা নববর্ষ। দূর দেশে থেকেও বাংলা নববর্ষ উদযাপন করেছেন। বাঙালির প্রাণের উৎসবে শাড়ি পরেছিলেন শাবনূর। তার কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশি ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘এসো হে বৈশাখ সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। গত বছরের শেষের দিকে বাংলাদেশে এসেছিলেন শাবনূর। সে সময় তিনি কয়েকটি সিনেমার চিত্রনাট্য শুনেন, ফটোসেশনে অংশ নেন এবং ‘রঙ্গনা’ সিনেমার মহরত করেন। মহরতের পর সিনেমাটির শুটিং শুরু করবেন শাবনূর এমনটাই ভেবেছিলেন তার ভক্তরা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে সিডিনিতে ফিরে যান শাবনূর। হুট করে দেশ ছাড়ার খবরে সে সময়ে কিছু গুজব তৈরি হলেও পরে শাবনূর নিজেই জানান, সময় হলে সিনেমার কাজ শুরু করতে ঢাকায় ফিরবেন তিনি।