দূতাবাসের স্কুল পোল্যান্ডের দখলে

কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুমকি রাশিয়ার

| সোমবার , ১ মে, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

পোল্যান্ড ওয়ারশতে অবস্থিত রুশ দূতাবাসের একটি স্কুল অবৈধভাবে দখল করেছে জানিয়ে এর পাল্টায় কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দূতাবাসের স্কুল দখলের ওই ঘটনাকে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লংঘন হিসেবেও শনিবার তারা অভিহিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে পোল্যান্ডের রাষ্ট্রপরিচালিত খবরের চ্যানেল টিভিপি ইনফো তাদের প্রতিবেদনে শনিবার সকালে ওয়ারশর কিলিস্কা স্ট্রিটে অবস্থিত রুশ দূতাবাসের স্কুলের বাইরে পুলিশের উপস্থিতির খবর জানিয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, রুশ দূতাবাসের স্কুল যে ভবনে অবস্থিত, সেটি পোল্যান্ডের আওতাভুক্ত। খবর বিডিনিউজের।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ডের কর্তৃপক্ষ স্কুলটি দখলের লক্ষ্যেই স্কুল মাঠে হঠাৎ হাজির হয়। আমরা পোলিশ কর্তৃপক্ষের এই বৈরি কর্মকাণ্ডকে ১৯৬১র ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লংঘন এবং পোল্যান্ডে রুশ দূতাবাসের সম্পত্তি জবরদখল হিসেবেই দেখছি। বিভিন্ন দেশের মধ্যে থাকা সম্পর্কের সভ্য কাঠামোর বাইরে ওয়ারশর এই ধরনের উদ্ধত পদক্ষেপ বিনা প্রতিক্রিয়ায় পার পাবে না। পোল্যান্ডের কর্তৃপক্ষ এবং রাশিয়ায় পোল্যান্ডের স্বার্থ কঠোর প্রতিক্রিয়া ও পরিণতি দেখবে, বলেছে তারা।

শনিবার টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে রাশিয়ার তদন্ত দল জানায়, তারা এই দখল নিয়ে একটি আইনি মূল্যায়ন দেবে। এই সংক্রান্ত আর বিস্তারিত কিছু বলেনি তারা। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাস জাসিনা রয়টার্সকে বলেছেন, রাশিয়ার প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু পোল্যান্ড যা করেছে তা আইনের অধীনেই করেছে। আদালত কর্তৃক স্বীকৃত আমাদের মত হচ্ছে, এই সম্পত্তি পোল্যান্ড রাষ্ট্রের আওতাধীন, যা রাশিয়া অবৈধভাবে নিয়ে রেখেছিল, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইরাকে একজন আমেরিকানও অনেক বেশি
পরবর্তী নিবন্ধসৌদি আরবে এক সপ্তাহে অবৈধ ১০ হাজার ৬০৬ জন গ্রেপ্তার