দুয়েকদিন পর আরো বাড়বে শীত

দিনভর দেখা মেলেনি সূর্যের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

বছরের প্রথম চট্টগ্রাম নগরীতে দিনের বেশিরভাগ সময় সূর্য দেখা যায়নি। গতকাল বুধবার সকাল থেকে সূর্য দেখা গেলেও সাড়ে ১০টার পর থেকে ঘন কুয়াশার কারণে নগরীতে সূর্য দেখা যায়নি। তবে তাপমাত্রা স্বাভাবিক ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, আরো দুয়েকদিন কুয়াশার প্রভাব থাকবে। তারপর তাপমাত্রা কমবে এবং শীতের প্রকোপ বাড়বে।
চট্টগ্রাম আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দুয়েক জায়গায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উত্তর উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১২-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. হান্নান দৈনিক আজাদীকে বলেন, ‘বুধবার চট্টগ্রাম বিভাগ বাদে দেশের অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গা ২০ ও ২১ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস ছিল। দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। উত্তর উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয়েছে। এ কারণে কুয়াশা ছিল। বৃহস্পতিবারেও কুয়াশা থাকবে। কুয়াশা থাকলেও কিন্তু তাপমাত্রা কমেনি। তবে আগামী দুয়েকদিন পর তাপমাত্রা কমবে, শীতের প্রকোপ আরো বাড়বে।’

পূর্ববর্তী নিবন্ধআসামির ছবি তোলা নিয়ে আইনজীবী পুলিশ হট্টগোল
পরবর্তী নিবন্ধপিডিবির প্রি-পেইড মিটারের জন্য আর কত অপেক্ষা