দুহা ইন্টারন্যাশনাল স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

নগরীতে দুহা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত কেজি এবং গ্রেট ফাইভ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে এবং অধ্যক্ষ হাসিনা মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডাঃ ইমরান বিন ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান, প্রতিষ্ঠানের এইচ আর ম্যানেজার সজিব উদ্দিন। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডমিন আরিফুল ইসলাম মারুফ, বিসি শাখার প্রধান ডা. ওয়ারদা সিরাজ, প্রিস্কুল শাখার প্রধান লুবাবা তাসনীম, মাধ্যমিক কোঅর্ডিনেটর ফাতেমা আক্তার মিলি, প্রাইমারি কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার তাবাসসুমা বারাত চৌধুরী। প্রাইমারি বেস্ট টিচার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন তাবাসসুমা বরাত চৌধুরী, ফ্রি স্কুলের বেস্ট টিচার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন সাদিয়া সুলতানা রিমা। পরে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী খান সাহেব উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর গন্ডামারায় ফ্রি চিকিৎসা ক্যাম্প