দুস্থদের মাঝে ত্রিতরঙ্গের ঈদ উপহার বিতরণ

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শিল্প-সংস্কৃতি জনকল্যাণ সংস্থা ত্রিতরঙ্গ দুস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, ত্রিতরঙ্গ শিশুমেলা স্কুল ও পথশিশুদের ঈদ পোশাক ও ইফতার বিতরণ গত শনিবার অনুষ্ঠিত হয়। ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির।

অংশ নেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, সাংবাদিক ওসমান গনি মনসুর, ওয়ার্ড কমিশনার মোরশেদ আলম, কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, হাসিনা আক্তার লিপি, মৌসুমী রহমান মিতা, অনিমেষ শর্মা প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ত্রিতরঙ্গ ধারাবাহিকভাবে যে মানবিক কাজ করে আসছে, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তিনি দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি শেষ হবে আজ ২৫ এপ্রিল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে নতুন করে নির্মাণ করা হবে
পরবর্তী নিবন্ধচসিক মেয়রের সাথে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সৌজন্য সাক্ষাৎ