জিপিএইচ ইস্পাত লিমিটেডের সীতাকুন্ড কুমিরাস্থ প্ল্যান্ট ও তার পার্শ্ববর্তী এলাকার দুস্থ ও অসহায় নারীদের জন্য গতকাল মঙ্গলবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত দুস্থ মহিলাদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ দেয়া হয়।জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল কর্মসূচির উদ্বোধন করে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে জিপিএইচ ইস্পাত মহিলাদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। এতে আমাদের প্ল্যান্ট এলাকাসহ আশেপাশের বিভিন্ন গ্রামের মহিলাদের চিকিৎসা সেবা দেবেন চমেকের দুজন মহিলা ডাক্তার।
এতে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের অ্যাডভাইজার সাইকা শেফা, চীফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, চীফ কর্পোরেট রিলেশন্স অফিসার শোভন মাহবুব, শাহাবুদ্দীন রাজ, মিডিয়া অ্যাডভাইজার অভীক ওসমান, প্রসেস অ্যাডভাইজার আমিরুল ইসলাম, লজিস্টিকস ও সিকিউরিটি অ্যাডভাইজার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান (অব.), হেড অব প্ল্যান্ট (অপারেশন) মাদুলুরী শ্রীনীবাস রাও প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।