দুস্থ গরিব মানুষের সেবার মাধ্যমে আল্লাহপাকের নৈকট্য অর্জন করতে হবে

সৈয়দবাড়ি দরবারে চিকিৎসাসেবা ক্যাম্পে সৈয়দ মছিহুদ্দৌলা

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি তেলপারইস্থ সৈয়দবাড়ি দরবার শরিফের পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) এর দু’দিনব্যাপী ২৯তম বার্ষিক ওরশ শরীফে গতকাল শনিবার প্রথমদিনে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প, খতনা, কর্ণছেদন ও ব্লাড গ্রুপিংসহ অসহায় গরিব মানুষের মাঝে ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। তিনি বলেন, চিকিৎসাসেবাকে এখনো গরিব দুস্থ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়নি। ফলে অসংখ্য মানুষ সহজলভ্য চিকিৎসাসেবা থেকে আজও বঞ্চিত রয়েছে। দেশে সহজে সুলভে গরিব মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে। দুস্থ গরিব মানুষের সেবার মাধ্যমে আল্লাহপাকের নৈকট্য অর্জন করতে হবে। অনুষ্ঠানে আলোচক ছিলেন চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন জিয়া, মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা, মেম্বার মো. নাছির উদ্দিন, মুহাম্মদ মনসুর সিকদার, মুহাম্মদ আবু আজম, আবু জাফর, মুহাম্মদ শাকিল রেজা, মুহাম্মদ শাহজালাল প্রমুখ। চিকিৎসাসেবা ক্যাম্পে কয়েক শত দুস্থ গরিব মানুষ ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন। আজ রোববার সমাপনী দিবসের কর্মসূচিতে রয়েছে খতমে গাউসিয়া, খতমে খাজেগান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। মাহফিলে সভাপতিত্ব এবং দেশ ও জাতির শান্তি কল্যাণ সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করবেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্ত কন্ঠ ক্লাবের সবজি বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে হাসিনা