দুল কেড়ে নিতে না পেরে গৃহবধূর মাথা ন্যাড়া করে দিল স্বামী-শাশুড়ি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:০৫ পূর্বাহ্ণ

রামু উপজেলার ঈদগড়ে স্বামীশাশুড়ি মিলে এক গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে ঈদগড় ইউনিয়নের চরপাড়া শিয়া পাড়া গ্রামের নজুর বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামু ঈদগড় ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মনির উদ্দীন।

ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে তিনি জানান, চারপাঁচ মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাকে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল। শনিবার (গতকাল) দুপুর ২টার দিকে শাশুড়ি রোকসানা বেগম ও স্বামী আনামুল হক তার ব্যবহৃত স্বর্ণের দুল কেড়ে নিতে চেষ্টা করে। এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী ও শাশুড়ি মিলে গৃহবধূকে মারধর করে। এক পর্যায়ে কাচি দিয়ে চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়। পরে ওই গৃহবধূ পালিয়ে গিয়ে বড় ধরনের অত্যাচার থেকে নিজেকে রক্ষা করে।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ওই বাড়িতে যাই। ঘটনাটি অত্যন্ত অমানবিক হওয়ায় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনির উদ্দীন বলেন, অভিযোগ পেয়ে সন্ধ্যার দিকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী গৃহবধূ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি
পরবর্তী নিবন্ধজনগণ তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি সংসদে দেখতে চায়