দুর্যোগ মোকাবেলায় আলোর দিশা ফাউন্ডেশনের প্রস্তুতি সভা

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

বন্যা, ডেঙ্গু ও করোনা মোকাবেলায় আলোর দিশা ফাউন্ডেশনের প্রস্তুতিমূলক সভা গত ১০ জুলাই বিকেলে আলকরনস্থ অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক প্রধান ফখরুল ইসলাম, রক্তসেবাপ্রধান জাকারিয়া আলম, এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবাপ্রধান আসিফ মাহমুদ, জাহিদ হাসান, তাহামিদ, নিশাত উদ্দীন জয়, আবির, ওবাইদুর, তাজবিদ, মহিউদ্দীন, রিদোয়ান, নিহাল, হাসান, নিধি প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বন্যা পরিস্থিতির অবনতি, করোনা সংক্রমণ ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় অতীতের ন্যায় আলোর দিশার স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার জন্য তিনি আহ্বান জানান। ফাউন্ডেশনের গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে তিনি শুভাকাঙ্ক্ষী মহল সহ সকলের সহযোগিতা কামনা করেন। ইতোমধ্যে কুরবানি সেবা সফল ভাবে সুসম্পন্ন করতে যাঁরা এগিয়ে এসেছেন তাঁদেরকেও ধন্যবাদ জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসায় কিতাব প্রদান
পরবর্তী নিবন্ধরহমানিয়া দরবার শরীফে জিকির ও সালাতু সালাম মাহফিল