চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, গত ৫ আগস্ট একটি ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী যুদ্ধ শেষ না হতেই দেশবাসীর সম্মুখে আরেকটি যুদ্ধ অবতীর্ণ হয়েছে। তবে এ যুদ্ধটা হলো– প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার যুদ্ধ। এ যুদ্ধেও ছাত্র সমাজকে সামনের কাতারে এগিয়ে আসতে হবে। কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বন্যা কবলিত জেলাগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের রক্ষার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের প্রথম কাজ হবে পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা এবং তাদের পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা। সর্বশেষ বন্যা পরবর্তীতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
তিনি গতকাল শুক্রবার বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান্দগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ‘ত্রাণ ক্যাম্প তহবিল’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউছার আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, বিএনপি নেতা সালামত আলী, মনছুর আলম, মহানগর যুবদল নেতা নুরুল আমিন, মো. আলমগীর, এম. আবু বক্কর রাজু, নওশাদ আল জাসেদুর রহমান, সাইদুল ইসলাম, নুরনবী, আকতার হোসেন, সাজিদ হাসান রনি, নাছির উদ্দিন, সাইফুল, মো. হাকিম, হোসেন মো. মাসুম, কামাল হোসেন খোকন, চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান সিদ্দিকী, পারভেজ করিম, মো. আসিফ, আরিফ মহিউদ্দিন, নাজিম উদ্দিন, মো. রুবেল, দেদুল বড়ুয়া, সাদ্দাম হোসেন, রনি হোসেন, মোহাম্মদ কায়েস, মো. সাইফুল, মোক্তার হোসেন, মো. পারভেজ, সাফায়াত হোসেন সোহান, মো. আরমান, মো. তারেক, মো. আরাফাত, মো. রাকিব, মো. ইয়াছিন, ফারাজ করিম নয়ন, মো. তারিকুল ইসলাম, মো. রায়হান, মহিউদ্দিন বাবু, মিরাজ, মো. হাবীব প্রমুখ।
সুফিয়ান আরও বলেন, বিএনপির রাজনীতিই হলো জনগণের জন্য। সুখে–দুঃখে ও সংকটে–দুর্যোগে দেশের মানুষের পাশে থাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা কবলিত এলাকায় আমাদের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের পাশে আছে। চান্দগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর এই মহৎ কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। স্বৈরাচার খুনী হাসিনা সরকারের পতনের পর দেশি–বিদেশি গোষ্ঠী ছাত্র–জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
তারা দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাংচুর, লুটপাট করে বিএনপির নেতাকর্মীদের উপর দায় চাপানোর অপচেষ্টা করছে। আমাদের নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের এসকল অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি দুর্যোগ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিত্তবানশ্রেণিসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই। প্রেস বিজ্ঞপ্তি।