‘প্রতিজনে গাছ লাগাই- সবুজে সাজাই মীরসরাই’ এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারও গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন। ২৪ সেপ্টেম্বর (বুধবার ) সংগঠনের কার্য এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- ‘গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। প্রাণ- প্রকৃতি বাঁচাতে গাছের বিকল্প নেই। পরিবেশ বাঁচাতে দুর্বার’র এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। আমি দুর্বার’র সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি’।
কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ্ আলম ও থানা বিএনপি সদস্য দিদারুল আলম। সংগঠনের সভাপতি রিপন কুমার দাশের সভাপতিত্বে, সাধারশ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় ও পরিবেশ বন্ধু ইয়াসির আরাফাতের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন দুর্বার’র আজীবন সদস্য জয়নাল আবেদিন ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক তুষার কান্তি দাশ, মুহাম্মদ শহীদুল ইসলাম ও শওকত রুনেল রাজনৈতিক ব্যাক্তিত্ব শাহাদাত মামুন, নুরউদ্দীন সেলিম, শহীদুল ইসলাম রিপন, শাহেদ ইকবাল চৌধুরী ও এম মাসুদ রানা, উপজেলা ক্রিড়া সংস্খার সদস্য তরিকুর রহমান বাবু, দুর্বার স্বেচ্ছাসেবী রিয়াজ উদ্দীন রাকিব, আমজাদ হোসেন জিহান, আলা উদ্দীন, মেজবাহ্ উদ্দিন, আসিফুল ইসলাম, জোবায়ের আলম অপু, ফোরহান উদ্দীন, মোহাম্মদ মারুফ প্রমুখ।
দুর্বার’র গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচীতে ফলজ, বনজ ও ঔষধি জাতের গাছের মধ্যে আমড়া, জলপাই, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, সুপারি, গোলাপজাম, হরিতকি বহেড়া, কামরাঙ্গা, কৃষ্ণচূড়া, গাব, চালতা, কাঁঠাল, মালবেরি ইত্যাদি গাছের পাঁচশতাধিক চারা স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ ও বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে রোপণ করা হয়। পরিবেশ বন্ধু আরাফাত তাঁর বক্তব্যে বলেন- ‘জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রতিটি গাছ মানে একটি প্রাণ বাঁচানো, একটি ভবিষ্যৎ রক্ষা করা। গত কয়েক বছর ধরে আমি চেষ্টা করছি যতটুকু পারি গাছ লাগাতে, মানুষকে গাছ উপহার দিতে। আজকের এই দুর্বার সংগঠনের উদ্যোগের মাধ্যমে আমি আবারও সবার কাছে আহ্বান জানাই আসুন সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগিয়ে সন্তানের মতো যত্ন করি।আমার বিশ্বাস, যদি প্রত্যেকে একটু এগিয়ে আসেন তবে মীরসরাই তথা বাংলাদেশ হবে আরও সবুজ, সুন্দর। আসুন সবাই একসাথে বলি-একবিংশ শতাব্দীর অঙ্গীকার-মীরসরাই তথা দেশকে করি সবুজের সমাহার’।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময় প্রায় বিশ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।