দুর্বার মানুষের কল্যাণে কাজ করছে : মোশাররফ

বর্ষপূর্তি উৎসবে বর্ণিল আয়োজন

| মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের মলিয়াইশে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার এর বর্ষপূর্তি উপলক্ষে গত ৩১ জানুয়ারি ছিল দিনব্যাপী বর্ণিল আয়োজন। এ দিনকে ঘিরে দুর্বারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। লাল-নীল-বাতি, রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, বেলুন দিয়ে সাজানো হয় উৎসব চত্বর মলিয়াইশ মাঠ। ছিল দৃষ্টিনন্দন তোরণ, মঞ্চ ও হরেক রকম স্টল। সকালে বের করা হয় আনন্দ র‌্যালি। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উৎসব উদ্বোধন করেন সমাজসেবার উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন- দুর্বার মানুষের কল্যাণে কাজ করছে। আমার বাবার নামে গঠিত এস রহমান ট্রাস্টও দুর্বারের সাথে কাজ করবে। এ সময় তিনি সংবর্ধিত গুণীজন ডা. মো. ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুল হকের হাতে দুর্বার পদক তুলে দেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও দুর্বারের পৃষ্ঠপোষক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন, চেয়ারম্যান এম এ কাশেমকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা, কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, জেলা রেজিস্টার সুদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক ও প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন। সংগঠনের সভাপতি মহিবুল হাসানের সভাপতিত্বে হাসান সাইফ উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, উদযাপন পরিষদের আহবায়ক মিশকাতের রহমান ও সদস্য সচিব নাঈমুল হাসান। এতে ছিল আলোকচিত্র প্রদর্শনী, পিঠা উৎসব, খেলাধুলা, পুরস্কার বিতরণ। শেষে নৃত্যানুষ্ঠান ও নাটক রাজা রানী পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন বছরে নান্দনিক রূপ পাবে সাতকানিয়া কলেজ
পরবর্তী নিবন্ধজানু সওদাগর