দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গতকাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মের সম্পৃক্ততা অপরিহার্য হয়ে উঠেছে।

আনোয়ারা : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে আনোয়ারায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক শওকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ওসমান গনীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহতাব উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক এরফান চৌধুরী, আনোয়ারুল আজিম প্রমুখ।

সীতাকুণ্ড : আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাছির উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে এবং সম্পাদক আবু জাফর মো. ছাদেকের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি)আবদুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মেল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি নুরুন নবী, অধ্যাপক কফিল উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন রফিক প্রমুখ।

রাঙ্গুনিয়া : উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম সূজা উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, সুমন শর্মা, তৌহিদুল ইসলাম টিপু, নুরুল ইসলাম আজাদ, অধ্যাপক অসীম কুমার শীল, মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, নুরুল আবছার চৌধুরী, মো: আইয়ুব, রহমত উল্লাহ, টুম্পা সাহা, সিমসোন চাকমা, মো. নাজিম উদ্দীন প্রমুখ।

চন্দনাইশ : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, মো. আবু তালেব, মো. কমরুদ্দিন, খালেদ রায়হান, আমিনুল ইসলাম রুবেল, চৈতি বড়ুয়া, ডা. সজীব দেব নাথ, প্রধান শিক্ষক বিজয়নান্দ বড়ুয়া প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্‌। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অসিত সেন, শ্যামল চন্দ্র সরকার, কুহেলিকা সরকার, শিব্বির আহমদ রানা প্রমুখ। নাছিমুল আহসান চৌধুরী জুয়েলের সঞ্চালনায় বক্তারা দেশের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

কাপ্তাই : কাপ্তাই উপজেলায় গতকাল মঙ্গলবার আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং, ডা. নারায়ন চন্দ্র দাশ, মো. হোসেন, নুর বেগম মিতা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে সিএসই বিভাগের বিদায় ও সংবর্ধনা