দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ার আহ্বান

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি ও সভা

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সুবর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবুল হোসেন।গতকাল সোমবার নগরীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আগে মানুষের বাকস্বাধীনতা ছিলো না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কঠিন ছিলো। ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন একটি বাংলাদেশে পেয়েছি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. উইনূস বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্ট নীতি ঘোষণা করেছে। দুর্নীতি দমন কমিশনকে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তাই এখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মোক্ষম সময়। তিনি বলেন, বর্তমানে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেঁয়ে গেছে। একটি সুন্দর দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানুষের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে প্রতিরোধ কমিটিকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি। দুর্নীতি প্রতিরোধ কমিটি পটিয়া উপজেলার সভাপতি ছৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়২ এর উপ পরিচালক আতিকুল আলম। দুপ্রক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদকের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন, দুপ্রক সহসভাপতি আবুল খায়ের, সদস্য শংকর সেনগুপ্ত,মুক্তিযোদ্ধা মহিউদ্দিন,রোকেয়া আক্তার, শফিউল আজম প্রমুখ।

চট্টগ্রাম ওয়াসা : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস২০২৪ উদযাপন উপলক্ষে সরকারী কর্মসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম প্রাঙ্গনে বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন অংশগ্রহণ করেন।

বোয়ালখালীতে উপজেলা প্রশাসন : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, মুসাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতিমা। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, পিসি সেন স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার নাহিদুজ্জামান। বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, উপজেলা এলজিআইডি প্রকৌশলী, রেজাউল করিমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন ও কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া ত্রিপাঠ করেন। দুর্নীতি ও অনিয়মের তথ্য সরাসরি জানাতে এখন থেকে চালু হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ‘১০৬’। বিনা খরচে এবং যে কোন মোবাইল বা টেলিফোন থেকে এই নাম্বারে কল করে দুদককে দুর্নীতির তথ্য, অভিযোগ জানানো যাবে।অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নম্বরে ফ্রি কল করে দুর্নীতির তথ্য জানানো যাবে।

ফটিকছড়ি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষষকে সামনে রেখে গতকাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ২ এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফটিকছড়ির উদ্যোগে উক্ত র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী।

বক্তারা এবারের প্রতিপাদ্যের প্রতি লক্ষ্য রেখে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ার আহ্বান জানান। ফটিকছড়ি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা সমবায় অফিসার এম এ শহীদ ভুঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা।

উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীরের উপস্থাপনায় সভায় সকল দপ্তরের বিভাগীয় প্রধানগণ, গার্ল গাইডস ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবান প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে গতকাল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উম্মে কুলসুম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমার সভাপতিত্বে অন্যদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রিয়াদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশাদ উল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস২ এর উপ পরিচালক মো. আতিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মো. আবু সুফিয়ান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে গতকাল সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহযোগিতায় এ উপলক্ষে মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।

প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য আজিজুল ইসলাম ও মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, প্রানী সম্পদ কর্মকর্তা প্রতিনিধি মতিনুল হক টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালু
পরবর্তী নিবন্ধছাত্রশিবির দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী