দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফের্নান্দো কলোর জি মেলোকে দুর্নীতি ও মুদ্রা পাচারের দায়ে ৮ বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ব্রাজিলের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কলোরের (৭৩) বিরুদ্ধে রাষ্ট্রপরিচালিত তেল কোম্পানি পেট্রোবাসের একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিল। মে মাসের মাঝামাঝি সর্বোচ্চ আদালত সাবেক সিনেটর কলোরকে দোষী সাব্যস্ত করলেও তার সাজা কী হবে তা নিয়ে বিচারকরা বুধবারের আগ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি। খবর বিডিনিউজের।

কলোর চাইলে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামরিক স্বৈরাচারের দুই দশকের শাসনকাল পেরোনোর পর ১৯৮৯ সালে টগবগে, উদারনৈতিক রাজনীতিক কলোর ব্রাজিলের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন। নিম্নকক্ষে অভিশংসিত হয়ে তিন বছর পরই দায়িত্ব ছাড়তে হয়েছিল তাকে।

পূর্ববর্তী নিবন্ধচীন নিয়ে উত্তেজনার মধ্যে বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র-তাইওয়ান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নিম্নকক্ষে সরকারের ঋণসীমা বাড়ানোর বিল পাস