আমার এর আগের লেখায় (আজাদী, ৩ জুলাই, ২০২১) কিভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়া যায় সে বিষয়ে কিছু আলোকপাত করেছি। আশা করি বিজ্ঞজন লেখাটি পড়েছেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নিজ নিজ পরিসরে ভূমিকা রাখছেন কিংবা রাখার চেষ্টা করছেন। টেলিভিশনের স্ক্রলে নজর দিলে যে সমাজ চিত্র ফুটে উঠে তাতে মর্মাহত না হয়ে পারা যায় না। হত্যা, ধর্ষণ, গুম, লুট, ব্যাংক জালিয়াতি, চোরাকারবারী, মাদক ব্যবসা ইত্যাদি হেন কোনো গর্হিত কাজ নেই যা অহরহ ঘটছেনা! কেন এই অবস্থা? কেন এই সমাজ চিত্র? এর কারণ কী হতে পারে? চলুন একটু বিশ্লেষণ করি। রাতারাতি কোটিপতি বনে যাওয়ার এক উদগ্র আকাঙ্ক্ষা অনেককে পেয়ে বসেছে! অল্পে তুষ্ট থাকার যে নৈতিকতা তা অনেকটা বিলুপ্ত প্রায়! বিশেষ করে তথাকথিত ধনী শ্রেণীর মধ্যে! কেন এই নৈতিক অবক্ষয়? এর কয়েকটা কারণ আমি খুঁজে পেয়েছি: প্রথমত: মূল্যবোধের অভাবঃ সমাজে সম্মানিত হওয়ার মাপকাঠি অধুনা বদলে গেছে ! আগে ছিল সচ্চরিত্র,
সততা, বিনয়, সহমর্মিতা, দানশীলতা, নম্রতা, ভদ্রতা সম্মনিত হওয়ার মাপকাঠি। বর্তমানে একটি শ্রেণীর সৃষ্টি হয়েছে যাদের কাছে সম্মানিত হওয়ার এই সব মূল্যবোধ গৌণ হয়ে গেছে। তাই তারা মনে করছেন কোটিপতি হতে পারলেই সন্মানিত হওয়া যাবে তাঁদের কাছে মুখ্য হয়ে উঠেছে রাতারাতি কিভাবে কোটিপতি হওয়া যায়! সৎ উপার্জন-অসৎ উপার্জন এগুলোর কোনো বালাই নেই তাদের কাছে! এই যে সামাজিক মূল্যবোধের বিপর্যয়, এই যে বৈষম্য-এটা জাতিকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে! এই অবস্থায় আমদের করণীয় কী হতে পারে?
১। রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। দুর্নীতি প্রতিরোধে যা যা করতে হবে সংশ্লিষ্টরা কালবিলম্ব না করে তার ব্যবস্থা নিবেন। ২। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগিয়ে যেতে হবে যাতে রাতের অন্ধকারে কারও হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হতে না পারে। ৩। শিশু শ্রেণী থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নৈতিক মূল্যবোধের উপর পাঠ্যক্রম তথা ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। ৪। সমাজ জীবনে, পারিবারিক জীবনে আমাদের সবাইকে নৈতিকতা, শিষ্টাচার, সহমর্মিতা, নম্রতা, ভদ্রতা ও সহিষ্ণুতা দিয়ে সমাজ ও রাষ্ট্রকে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। ৫। রাস্তায় চলতে গিয়ে, গাড়ি চালাতে গিয়ে, অফিসে, আদালতে, সরকারি প্রতিষ্ঠানে, বে-সরকারি প্রতিষ্ঠানে আমরা ন্যায়, নীতি, প্রতিষ্ঠা করব তথা আইন অনুসরণ করে চলব। ৬। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে একটি আধুনিক সভ্য রাষ্ট্র গড়ার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
প্রত্যেকে নিজ নিজ পরিসরে আইন মেনে চলে সমাজে, রাষ্ট্রে তাবৎ শৃঙ্খলা ফিরিয়ে এনে বিশ্বের দরবারে নিজেদেরকে একটি সভ্য ও সুশৃংখল জাতি হিসাবে তুলে ধরবো এই হোক আমদের শপথ।একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়িত হোক এই হোক আজকের প্রতিজ্ঞা।
লেখক : প্রাক্তন সহ-সভাপতি, বি,এম,এ কেন্দ্রীয় পরিষদ ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটি