দুর্নীতিবাজদের দল বিএনপিকে রাজপথে মোকাবেলা করা হবে : নওফেল

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী, খুনি এবং দুর্নীতিবাজদের দল। এই দলটি গঠিত হয়েছে স্বাধীনতা বিরোধী রাজাকারদের নিয়ে বন্ধুকের নলের মাধ্যমে। খুনি জিয়া হাজার হাজার মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর কর্মকর্তা ও রাজনীতিবিদদের হত্যা করে ক্ষমতায় এসে নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। এই দলের কোনো আদর্শ নেই। হত্যা, লুটপাট, দুর্নীতিই এই দলের শীর্ষ নেতাকর্মীদের আদর্শ। এই দলের চেয়ারপার্সন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। তার ছেলে তারেক জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে লন্ডনে বসে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি খুনি ও দুর্নীতিবাজদের দল তাদেরকে রাজপথে মোকাবেলা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে গতকাল নগরীর কাজীর দেউড়ি চত্বরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসাইনের সঞ্চালনায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করেন। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপঅর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, কোতোয়ালী থানা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু, ইকবাল আহমেদ ইমু, মোশরাফুল হক চৌধুরী পাভেল, নাজিমউদ্দীন সাইফুল, শাহীন আলম, অভি রায়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জাহিদ হোসেন মঞ্জু, ঈসমাইল উদ্দিন লিটন, মোস্তফা করিম কাউসার, ইফতেখার ইফতি, মো. সালাউদ্দিন, জাকির হোসেন, ইলিয়াস খান মানিক, মো. ইব্রাহিম, আকাশ বড়ুয়া, আদনান হোসেন সিফাত, ইমরান খান, নিশ্বান বিশ্বাস, মহসীন আরাফাত, আশিক জুবায়ের, হাবিব উল্লাহ, শাহাদাত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফিরে আসছে রেমিটেন্স আকারে
পরবর্তী নিবন্ধআনন্দ-উচ্ছ্বাসে শিশুদের মনের মতো একটি দিন