দুর্নীতিতে ফেঁসে যাওয়ার ভয়ে শিক্ষা ছুটি নিয়ে দুবাই

তিন দিনের মধ্যে প্রকল্প পরিচালককে কর্মস্থলে যোগদানের নির্দেশ কম্পিউটার প্রোগ্রামার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ । ৬ কোটি টাকার স্মার্ট মিটার প্রকল্প

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার বহুল আলোচিত স্মার্ট মিটার প্রকল্প পরিচালক ও সিস্টেম এনালিস্ট শফিকুল বাশার প্রকল্পের কাজ কাউকে বুঝিয়ে না দিয়ে, অফিসে কাউকে না জানিয়ে গোপনে দুবাই পাড়ি জামিয়েছেন। শফিকুল বাশারের স্ত্রী লুৎফি জাহান ওয়াসার একই দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার। দুইজনই মন্ত্রণালয় থেকে ১ বছরের শিক্ষা ছুটির আবেদন করেছিলেন দুবাই যাওয়ার জন্য। কিন্তু মন্ত্রণালয় থেকে শফিকুল বাশার এক বছরের শিক্ষা ছুটি পেলেও স্ত্রী পাননি। প্রসঙ্গত, চট্টগ্রাম ওয়াসায় শফিকুল বাশার ও তার স্ত্রীকে নিয়ে ‘জামাইপত্নীর সিন্ডিকেট’ নামে নানা দুর্নীতির কথা শোনা যায় অনেকের মুখে।

জানা যায়, গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসা ভবনে স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত দল আসলে চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটার প্রকল্পের পরিচালক ও সিস্টেম এনালিস্ট শফিকুল বাশার তার প্রকল্পের বেশকিছু ফাইলপত্র নিয়ে তদন্ত দলের মুখোমুখি হয়েছিলেন। তার কাছ থেকে ৫ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে চলমান স্মার্ট মিটার প্রকল্পের নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে তদন্ত দল। এর একদুইদিন পরই শফিকুল বাশার অফিসের কাউকে কিছু না বলে গোপনে দুবাই চলে গেছেন। তিনি যাওয়ার সময় তার স্ত্রী চট্টগ্রাম ওয়াসার একই দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহানকেও নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে ছুটি না পাওয়াতে স্ত্রী যেতে পারেননি। তাই স্ত্রীকে রেখে শফিকুল বাশার ওয়াসার এমডিসহ কাউকে কিছু না জানিয়ে দুবাই চলে যান। বিষয়টি জানাজানির পর তাকে তিনদিনের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেন ওয়াসার কর্তৃপক্ষ। চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তা বলেন, দুর্নীতিতে ফেঁসে যাওয়ার ভয়ে গোপনে মন্ত্রণালয় থেকে এক বছরের শিক্ষা ছুটি নিয়ে দুবাই পালিয়ে গেছেন। তিনি আর ফিরবেন না বলে জানিয়েছেন।

একটি চলমান প্রকল্পের কর্মকর্তাকে কিভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বছরের শিক্ষা ছুটি দিল তা নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। এদিকে শফিকুল বাশারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় তার স্ত্রী ওয়াসার কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহানও ফেঁসে যাচ্ছেন। গত বুধবার একদিনের ছুটি নিয়ে তিনি গতকাল বৃহস্পতিবারও অফিসে আসেননি বলে জানা গেছে। এই ব্যাপারে জানতে গতকাল ওয়াসার কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহানের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম বলেন, শফিকুল বাশার অফিসে কাউকে না জানিয়ে দুবাই চলে যাওয়ায় অফিসে যোগদানের জন্য চিঠি দেয়া হয়েছিল। উনি চিঠির জবাব দিয়েছেন বলে শুনেছি। কিন্তু এখনো আমি পাইনি। স্মার্ট মিটার বসানোর কাজ চলছে জানিয়ে কাজী শহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত শতাধিক মিটার বসেছে। তিনি জানান, শফিকুল বাশারের স্ত্রী গত বুধবার অফিস থেকে একদিনের ছুটি নিয়েছিলেন। কিন্তু তিনি আজকেও (বৃহস্পতিবার) অফিসে আসেননি।

চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজাদীকে জানান, একটি চলমান প্রকল্পের বাকি কাজ শেষ না করে কিংবা কাউকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিদেশ যাওয়াটা ঠিক হয়নি। ওনার উচিত ছিল যাওয়ার আগে অন্তত প্রকল্পটির আদ্যোপান্ত কাউকে বুঝিয়ে দেওয়া। কেননা এতোদিন বিষয়টি নিয়ে তিনিই কাজ করেছেন।

ওয়াসার ওই কর্মকর্তা বলেন, চট্টগ্রাম ওয়াসার চলমান স্মার্ট মিটার স্থাপন প্রকল্পের পরিচালক শফিকুল বাশারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদেশি একটি প্রতিষ্ঠান এই মিটার স্থাপন প্রকল্পের দরপত্র পেলেও কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান পদ্মা স্মার্ট টেকনোলজি। বিদেশি প্রতিষ্ঠান বলা হলেও মূলত ওই প্রতিষ্ঠানের সঙ্গে শফিকুল বাশার জড়িত।

অভিযুক্ত সিস্টেম এনালিস্ট ও স্মার্ট মিটার প্রকল্পের পরিচালক শফিকুল বাশারের স্ত্রী লুৎফি জাহান ওয়াসার একই দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার। স্মার্ট মিটার প্রকল্পের সঙ্গে শফিকুল বাশার ও তার স্ত্রী জড়িত বলে অভিযোগ রয়েছে।

এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার উপসচিব (. দা.) ও সহকারী সচিব১ মো. নাজিম উদ্দিন বলেন, মন্ত্রণালয় থেকে ছুটি পাওয়ার পর অফিসকে না জানিয়ে বিদেশ চলে যাওয়ার কারণে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ শফিকুল বাশারকে তিনদিনের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেয়। চিঠি পাওয়ার পর শফিকুল গত সোমবার উত্তর দিয়েছেন বলে জানান মো. নাজিম উদ্দিন।

চট্টগ্রাম ওয়াসার হিসাব রক্ষণ কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, চট্টগ্রাম ওয়াসায় চলমান স্মার্ট মিটার স্থাপন প্রকল্পের মোট ব্যয় ৫ কোটি ৭৯ লাখ টাকা। ইতোমধ্যে এই প্রকল্পের অধীনে মিটারসহ নানা মালামাল কিনতে এই পর্যন্ত ১ কোটি ৬৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন মনজুর আলম আনজুমান ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি
পরবর্তী নিবন্ধচবিতে সশরীরে ক্লাস শুরু ৬ অক্টোবর, হলে আসন বরাদ্দ ৩ তারিখ