সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তারা বিশেষ ভূমিকা রাখতে পারে। নারীরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সংসারে মায়ের ভূমিকা পালন করে। একজন মা চাইলেই তার পুরো সংসার থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে পারে।
গতকাল শনিবার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে ‘দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এর উপ–পরিচালক নাজমুচ্ছায়াদাত। সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, একটি সুখী–সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধে সচেতন হতে হবে। চিটাগাং উইম্যান চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট ও চট্টগ্রাম লেসিড ক্লাবের সভাপতি খালেদা–এ–আউয়াল বলেন, নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা নারীর উন্নয়ন হলে পরিবারে সঠিক সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে তারা দুর্নীতি হ্রাসে অবদান রাখতে পারবেন। চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, ভ্যাট–ট্যাক্স ও ট্রেড লাইসেন্স গ্রহনের ক্ষেত্রে দুর্নীতি এখন স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে। এগুলো প্রতিরোধ ও প্রতিকার করতে হবে। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, আমরা নারীরা পরিবার, সমাজ ও ব্যবসাসহ প্রতিটি ক্ষেত্রে নিজেরা দুর্নীতিমুক্ত থাকবো এবং অন্যের দুর্নীতিগুলো প্রশ্রয় না দিয়ে প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করবো। এভাবেই ব্যাক্তি পর্যায় থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক ডা. মুনাল মাহবুব উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে আমরা যদি আমাদের নারী উদ্যোক্তা ও নারী সমাজকে সচেতন করতে পারি তাহলে, নারীরা সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস–প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন, শামীম মোর্শেদ, লুৎমিলা ফরিদসহ পরিচালকমন্ডলী ও সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।










