অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দীনের পক্ষে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, দুর্নীতি উদঘাটনে তৎপরতাই দুর্নীতি দমন কমিশনের এই উপসহকারী পরিচালক শরীফ উদ্দীনের জন্য কাল হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এক আলোচনা সভায় সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, দেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে চরম বিপদ নেমে আসে। দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের একজন ডেপুটি ডাইরেক্টর শরীফ উদ্দীন। তার অপরাধ কী? সে বহু দুর্নীতি উদঘাটন করেছে এবং যা হয় আরকি, যারা দুর্নীতি করছে তাদের হাত দিতে গিয়ে আজকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, অপসারণ করা হয়েছে। যেটা সম্পূর্ণ বেআইনি।
হত্যা ও চাকরি খাওয়ার হুমকি পাওয়ার কথা জানিয়ে গত মাসে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন দুর্নীতিবিরোধী অভিযানে আলোচিত কর্মকর্তা শরীফ। তার ১৬ দিনের মাথায় বুধবার তাকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয়। খবর বিডিনিউজের।
কোনো ধরনের কারণ দর্শাও নোটিস না দিয়ে অপসারণের বিষয়টিকে অসাংবিধানিক হিসেবে বর্ণনা করে শরীফ সাংবাদিকদের বলেছেন, তিনি প্রভাবশালী মহলের রোষানলের শিকার। দুদক বলছে, অব্যাহতভাবে চাকরিবিধি লক্সঘন করায় কমিশনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শরীফ উদ্দিনকে নোটিস ছাড়াই চাকরিচ্যুত করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে। কিন্তু ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে এবং কমিশনের আরও কয়েকটি সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে শরীফকে অপসারণের প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার।