সম্প্রতি ৮নং শুলকবহর ওয়ার্ডের খুলশী কলোনি পাহাড়ের পাদদেশে অগ্নিদুর্ঘটনায় বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয় ৯ পরিবার। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করা এ সকল পরিবারের জন্য গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রেরিত ২৭০ কেজি চাল ও ৬৭ হাজার ৫০০শত টাকা নগদ অর্থ চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। এতে প্রতিজন ৩০ কেজি চাল ও ৭ হাজার ৫০০শত করে নগদ টাকা গ্রহণ করেন। বিতরণকালে কাউন্সিলর মোরশেদ আলম বলেন, শুধু অগ্নিকাণ্ড নয়; লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছে ঐসকল পরিবারের পাশে সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরও দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আর দুর্দিনে মানুষের পাশে থাকাই প্রকৃত মনুষ্যত্বের পরিচয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক সাব্বির হান্নান, কাইয়ুম সিদ্দিক, ঈদ মোহাম্মদ মুন্নু, মোতালেব সরকার, কামাল হোসেন, সাব্বির সিদ্দিক, শাহাদাত হোসেন হিরা, নেহাল রশীদ প্রমুখ।