রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড বুইজ্জ্যের দোকান এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত অটোরিকশা চালক জমির উদ্দিনের পরিবারকে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকার এই আর্থিক অনুদান হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে নিহত অটোরিকশা চালক জমির উদ্দিনের স্ত্রী মুন্নী আকতার ও তার ছোট মেয়ে সাদিয়া সুলতানার হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়। অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নিহত অটোরিকশা চালকের প্রতিবেশী উমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারী নেজাম উদ্দিন, সাইদুল ইসলাম প্রমুখ।