সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের ২৯ নং ওয়ার্ডের ৮ নং কেবিনে গিয়ে চিকিৎসাধীন এ বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য নির্বাচিত হাটহাজারী উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকত।
গত ২১ জুন মঙ্গলবার সকালে নগরীর অক্সিজেন মোড়ে এন মোহাম্মদ প্লাস্টিকের নিজস্ব মাল বোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার। দুর্ঘটনায় তিনি মুখমন্ডলে প্রচন্ড আঘাত পেয়েছেন।