১৯৭১, মুক্তিযুদ্ধ।
এই মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গিত লড়াই করেছেন বাংলার দামাল ছেলেরা। আর সেই দুর্নিবার তরুণ দলে সহযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু। আজ এই মহানায়কের স্মরণসভা। তাঁর মৃত্যুর স্মৃতিচারণে থাকবে নিদারুণ সড়ক দুর্ঘটনা। এ মানা যায় না কিছুতে। মেশিনগান মটরের হুংকার, অষ্টাশি হাজার বিধ্বস্ত গ্রাম, ধর্ষিতা বোন, আগুনের লেলিহান শিখা দেখে টগবগানো শরীরের রক্ত; দেশ মুক্ত করার প্রতিজ্ঞায় যে তরুণ হাতে তুলে নিয়েছিলো অস্ত্র। ঝড় –বৃষ্টি, অনাহার, বন‘কাঁটায় রক্তাক্ত পদচিহ্ন তুলে বুকেহেঁটে চালিয়েছেন গুলি, গ্রেনেড – পাকিস্তানি শকুন নির্মূল করতে বাংলার আকাশ থেকে। তিনি আমাদের প্রিয় ভাই মহিউদ্দিন শাহ আলম নিপু। ওহ্ কী আফসোস! এ দেশের কোন মায়ের অধম, হতভাগা সন্তান দেশ স্বাধীনতার অবদান দিল বীর মুক্তিযোদ্ধার দুর্ঘটনাকবলিত এমন করুণ মৃত্যু!