স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজিত রায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে একটি ভিন্ন ধরনের গান প্রকাশ করতে যাচ্ছে। গানটির কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার মো. ওবায়দুল্লাহ। গানটি সুর করেছেন, কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত প্রবাল চৌধুরীর সন্তান বিশিষ্ট কন্ঠ শিল্পী ও সঙ্গীত পরিচালক রঞ্জন চৌধুরী। ‘চলো সুর ভুবনে যাই’ শিরোনামে গানটির সংগীত আয়োজন করেছেন আরেক জনপ্রিয় মিউজিক কম্পোজার সব্যসাচীর রনি।
গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে প্রকাশিত হবে। চট্টগ্রামের সন্তান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সংগীত চর্চা করে আসছেন। চট্টগ্রাম সহ বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে তিনি একজন জনপ্রিয় মুখ। এখনো তিনি টেলিভিশন এবং বেতারে সংগীত পরিবেশন করে দর্শকদের বিমোহিত করছেন।
বয়সন্ধিক্ষনে এসেও তিনি সংগীতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারছেননা। শারধীয় দুর্গাপূজা উপলক্ষে গাওয়া গানটি দর্শকদের ভাল লাগবে বলে আশা করেন শিল্পী সুজিত রায়। গানের কথা, সুর সব মিলিয়ে বেশ উপভোগ্য হবে বলে জানিয়েছেন তিনি। কন্ঠ শিল্পী সুজিত রায় তার সাবলীল গায়কী এবং দরাজ কন্ঠের জন্য সবার থেকে ভিন্ন।