দুর্গোৎসব সৌহার্দ্যময় পরিবেশে উদযাপনে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে

পূজা পরিষদের সমন্বয় সভায় জেলা প্রশাসক

| বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে উদযাপনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক ব্যবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়ন থাকবে। সন্ধ্যার পরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিকল্প হিসেবে বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। আর পূজা চলাকালীন সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান।
গতকাল বুধবার বিকালে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয় সভায় মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, রাউজান উপজেলার সভাপতি প্রিয়তোষ চৌধুরী, বোয়ালখালী উপজেলার সভাপতি সুনীল ঘোষ, আনোয়ারা উপজেলার সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, রাঙ্গুনিয়ার উপজেলার সভাপতি অ্যাড. পংকজ কুমার চৌধুরী, মীরসরাই উপজেলার সভাপতি সুভাষ সরকার, চন্দনাইশ উপজেলার সভাপতি বলরাম চক্রবর্তী, লোহাগাড়া উপজেলার সভাপতি প্রসেনজিৎ পাল, পটিয়া উপজেলা সভাপতি রূপক শীল, কর্ণফুলী উপজেলার সভাপতি রূপেন চৌধুরী, সন্দ্বীপ উপজেলার সহ-সভাপতি চন্দন মজুমদার, ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক কাজল শীল, ভূজপুর উপজেলার সাধারণ সম্পাদক রণজিৎ শীল, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক সুজন তালুকদার, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সড়ক উপহার দেয়া আমাদের সকলের কর্তব্য
পরবর্তী নিবন্ধজুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ১৮