রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মচারীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খানের সভাপতিত্বে বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের সিএমও ডাঃ রোজী দত্ত, ডাঃ বিউটি পাল, চীফ এডমিন অফিসার আশরাফ উদ দৌলা সুজন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, আওয়ামী লীগ নেতা রায়সুল ইসলাম এমিলি, শাহেদুল ইসলাম পিন্টু ও ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকরা।
সাবেক মেয়র মনজুর আলম : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরীর ১০, ১১, ১২, ১৩, ১৪, ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে বসবাসরত সনাতন হিন্দু নারী–পুরুষ মিলে প্রায় ৫ হাজার পরিবারকে শাড়ি, শার্ট ও প্যান্ট উপহার দেন। সাবেক মেয়র এম. মনজুর আলমের পক্ষে তার পুত্র মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও উল্লেখিত ফাউন্ডেশন ও ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম ১৭, ১৮ ও ১৯ অক্টোবর সকালে উল্লেখিত ওয়ার্ডে স্বশরীরে উপস্থিত থেকে সনাতন হিন্দুদের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন। এ সময় সাবেক কমিশনার লায়ন মোহাম্মদ হোসেন, সাবেক কাউন্সিলর মোশের্দ আকতার চৌধুরী, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম সহ সনাতন হিন্দু ধর্মের নানা শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর্ক : দুর্গাপূজা উপলক্ষ্যে পশ্চিম শিকারপুর, যোগীপাড়া, পেশকার বাড়ি ও ১নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বী বাসিন্দাদের মাঝে আর্ক সামাজিক সচেতনতা ও উন্নয়ন সংস্থার পক্ষে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিচ্যুয়্যাল গ্রুপ ও আর্ক সামাজিক সচেতনতা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লায়ন রইচ আহমেদ, মিচ্যুয়্যাল গ্রুপের ব্যবস্থপনা পরিচালক, আর্ক সামাজিক সচেতনতা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আর্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা/প্রধান নির্বাহী পারভেজ আহমেদ, প্রজেক্ট প্রকৌশলী সোহাইল বেলাল এবং আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম কোর্ডিনেটর দিদারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বস্ত্র বিতরণ শেষে রইচ আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্ত যেখানে সকল ধর্মের লোকজন একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ। পারভেজ আহমেদ সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সহযোগীতা প্রদানের আশ্বাস দেন এবং আশাবাদ প্রকাশ করেন।
৬নং ষোলশহর ওয়ার্ড : আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিম সভা করেছেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকবাজার থানা পূজা পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তি। মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন মুহাম্মদ হোসেন, মুহাম্মদ ইদ্রিস, অনুপ কুমার দাস, নুর উদ্দিন, দেলোয়ার হোসেন বাচা, নিশাদ, লিটন দাস, ইমন, লিটন দাস, বিকাশ দাশ , ইমন দাশ, সুমন দাস প্রমুখ।
৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে ফিরিঙ্গী বাজারস্থ ওয়ার্ড কার্যালয়ে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানটি কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা জহির আহমেদ বাবুল হক, মোঃ ইলিয়াছ, মঞ্জুরুল আলম, লক্ষীপদ দাশ, তারেক ইমতিয়াজ ইমতু, খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, বৃষ্টি বৈদ্য, অঞ্জন দাশ প্রমুখ।
৪১নং ওয়ার্ড পূজামণ্ডপ : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের পূজামণ্ডপ সমূহের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আ.লীগ নেতা ওয়াহিদুল আলম মাস্টারের সভাপতিত্বে ও আবদুল হালিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন পতেঙ্গা থানা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীল, আশেক কুমার শীল, ওয়াহিদুল আলম চৌধুরী, কামরুল ইসলাম রাশেদ, শুল্কর শীল, সুব্রত শীল, জেকি কুমার শীল, সৌরভ কুমার শীল, হৃদয় রঞ্জন শীল, বহনী কুমার শীল, দিবাকর শীল, সুমন কুমার শীল, পলাশ সাহা, রিন্টু দেব, সজল দেব, রিপন দাশ বাবু, হাসান হাবিব সেতু, উত্তম কুমার দাশ, স্বরুপ কুমার শীল, রনি কুমার শীল।
পতেঙ্গা ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান : পতেঙ্গায় জেলে পাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের আয়োজনে গত ১৩ অক্টোবর সকাল ১১ টায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান পূজামণ্ডপ কমিটির মাঝে অর্থ বিতরণকালে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনের মনোনয়ন প্রত্যাশী সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এস কে সাগরের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মিলন দাস ও সাধারণ সম্পাদক সু–কুমার দাশের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পতেঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি সাজু মহাজন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর পূজা উদযাপন পারিষদের সহ সভাপতি প্রদীপ শীল, বাগিশিক নগর নেতা উত্তম শীল, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সুজন, রফিকুল ইসলাম টিপু, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আজাদ হোসেন রাসেল, মোঃ বেলাল, শিকড় ফাউন্ডেশনের দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাদ্দাম। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা আজালা জলদাস, সহ–সভাপতি রতন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সহ–সাংগঠনিক সম্পাদক নয়ন দাস, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ দাস, সহ–ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুর্জয় দাস, প্রচার সম্পাদক বাপ্পি দাস, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দিপক দাস, দপ্তর সম্পাদক অজিত দাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিতাই দাস, অজিত দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনদাস, সঞ্জয় দাস, নয়নদাস, কার্যকরি সদস্য প্রীতম রায়, বাঁধন দাস প্রমুখ।