দুর্গম পাহাড়ি এলাকায় ঈদের হাসি ফুটাচ্ছে স্মাইল বাংলাদেশ

আজাদী অনলাইন | বুধবার , ১২ মে, ২০২১ at ১২:২৯ পূর্বাহ্ণ

রমজানের শুরু থেকে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করছে নিয়মিত। করোনার এই দূর্যোগে বাড়ছে ক্ষুধা আর দারিদ্রতার প্রকোপ, সেখানে ঈদের জামা কেনা এদের জন্য স্বপ্নের মত। আজ থেকে শুরু হয়েছে স্মাইল বাংলাদেশের ঈদবস্ত্র বিতরণ।

এতে উপস্থিতি ছিলেন স্মাইল বাংলাদেশ পরিচালক নজরুল ইসলাম জয় ,মুহিব, হাকিম, হানিফ, ইব্রাহিম, হৃদয়, সাহির, তানচুরা, নীহারিকা সহ আরো অনেকে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধ-শতাধিক গ্রামের কিছু মানুষের ঈদ বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধজিজ্ঞাসাবাদ শেষেও পিবিআই কার্যালয় থেকে বের হননি বাবুল!