চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুর বাড়ি বোয়ালখালী বেড়াতে যাচ্ছিলেন আবদুল্লাহ আল হোসাইন (২০)। কিন্তু বোয়ালখালীর বেঙ্গুরা সড়কে পৌঁছার পর একটি কালভার্টের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি পড়ে যান খালে। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কালুরঘাট–বেঙ্গুরা সড়কে ঘটে এ দুর্ঘটনা।
নিহত আবদুল্লাহ আল হোসাইন কুমিল্লার চান্দিনা থানার মাইচখার ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড কালেমসার হাজী বাড়ির মো. হুমায়ুন কবীরের ছেলে। তবে তিনি নগরীর পাঁচলাইশ থানা এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের চাচা মো. নজরুল ইসলাম বলেন, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোসাইনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার রাত ৩টার দিকে সে সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুমড়ে মুচড়ে খালে পড়ে আছে তার মোটর সাইকেলটি। কালভার্টের পাশে খালের পাড়ে দেখা গেল তার পরিহিত কালো রংয়ের প্যান্ট ও জুতা জোড়াও।