সোমালিয়ার দস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ গতকাল রোববার বিকালে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বিকাল ৪টা নাগাদ জাহাজটি বহির্নোঙরে নোঙর করে। আজ সকালে জাহাজটি বন্দরের জেটিতে বার্থিং নিয়ে কয়লা খালাস শুরু করতে পারে। কয়লা খালাসের পর জাহাজটি নতুন করে পণ্য না নিয়ে সরাসরি চট্টগ্রামে চলে আসবে। পরে নাবিক পাল্টে নতুন ভয়েজে যাত্রা করবে।
জিম্মিদশা থেকে মুক্ত হওয়া জাহাজটির ২৩ নাবিকের মধ্যে ২১ জন জাহাজের সাথে চট্টগ্রামে আসবেন। ২ জন দুবাই থেকে বিমানে চট্টগ্রাম পৌঁছাবেন বলে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম সূত্র জানিয়েছে। কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুর রহমান জানান, রোববার বিকালে জাহাজটি আল–হামরিয়া বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ সময় বিকাল ৪টার একটু পরে আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে জাহাজটি নোঙর করেছে। বন্দরে ভেড়ার জন্য সেটি অপেক্ষায় আছে।
গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করে সোমালিয়া উপকূলে নিয়ে যায় দস্যুরা। নানা প্রক্রিয়া শেষে ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। দস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পরপর জাহাজটি দুবাইয়ের পথে যাত্রা করে। জাহাজটিতে ৫৮ হাজার টন কয়লা রয়েছে।