দুবাই আসতে কেউ আমাকে মানা করেনি : হিরো আলম

| রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

পুলিশ খুনের মামলার আসামি আরাভ খানের সোনার দোকানের উদ্বোধনের জন্য দুবাইয়ে যেতে কেউ মানা করেনি বলে জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। দুবাইয়ের গয়নার দোকান আরাভ জুয়েলার্সের উদ্বোধনে ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলমসহ বিনোদন জগতের তারকাদের অংশগ্রহণের মধ্যে প্রকাশ পায় যে এর মালিক আরাভ খান দেশে পুলিশ হত্যাসহ ১২টি মামলার আসামি। এমন একজন আসামির অনুষ্ঠানে কেন গেলেনজানতে চাইলে হিরো আলম শনিবার বলেন, কেউ তো আমাকে মানা করেনি। খবর বিডিনিউজের। আমি যে দুবাইয়ে আসছি মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছে। কেউ আমাকে মানা করলে বিষয়টি ভেবে দেখতাম। আর আরাভ খানের মামলার বিষয়টি এখনও প্রমাণ হয়নি বলেও জানান হিরো আলম। পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাসহ ১২টির মতো মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা রবিউল ইসলাম দুবাইয়ে গিয়ে আরাভ খান নাম ভাঁড়িয়েছেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ দাবি করেছেন, সাকিব আল হাসানসহ অন্যান্যদের জানানো হয়েছে। জানানোর পরেও তারা কেন এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন, তা আমি জানি না। এটা দুঃখজনক।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধনিজের গল্পে অভিনয়ে সস্ত্রীক মোশাররফ করিম