দুদুটি মাইলফলকে মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে ম্যাচে দুদুটি বড় মাইফলকে নাম লেখালেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। এর আগে বিশ্বকাপের আসরে হাজার রানের ক্লাবে পৌঁছানো একমাত্র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। ২০০৭ বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপের ক্যারিয়ার শুরু করেন মুশফিক। এরপর থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত টানা মোট ৫টি বিশ্বকাপে অংশগ্রহণ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নিেেজদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ব্যাট হাতে মাঠে নামার আগে ১ হাজার পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৪ রান। ভারতের বিপক্ষে মাঠে নেমে ৪৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এতেই হাজার রানের ক্লাবে যোগ দেন তিনি। বিশ্বকাপে সাকিব আর মুশফিকের যাত্রাটা হয়েছিল একসাথে, ২০০৭ বিশ্বকাপের মাধ্যমে। এরপর থেকে টানা বাংলাদেশ দলের জার্সিতে খেলেন তারা। সাকিব ও মুশফিকের পঞ্চম বিশ্বকাপ এটি। তবে ভারতের বিপক্ষে আজ খেলতে পারেননি সাকিব। রোহিতদের বিপক্ষে সাকিবের খেলতে না পারার কারণে আরও একটি রেকর্ড গড়ে ফেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার এখন মুশফিক। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩৩ টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার। মুশফিক থেকে ১ ম্যাচ কম দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। সাকিব খেলেছেন ৩২টি ম্যাচ। এছাড়া চলতি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়া তামিম ইকবাল ২৯ টি ম্যাচ খেলে রয়েছেন তৃতীয় স্থানে। সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২৪টি ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধএমসিএ স্টেডিয়ামের গ্যালারিতে যেন নীল ঢেউ
পরবর্তী নিবন্ধকাস্টমস এবার ৭ গোল হজম করলো বন্দরের কাছ থেকে