দুদিন সময় দিয়ে রাস্তা ছাড়ল চা শ্রমিকরা

মজুরি ৩০০ টাকা দাবি, কাল ত্রিপক্ষীয় বৈঠক

.আজাদী ডেস্ক | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

দুদিনের আল্টিমেটাম দিয়ে চার ঘণ্টার বেশি সময় পর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন চা-শ্রমিকরা। সরকার ঘোষিত ১৪৫ টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে হবিগঞ্জের ২৪ চা বাগানের শ্রমিকরা গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ৯ আগস্ট থেকে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন চা বাগানের শ্রমিকরা। এদিকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে চলমান আন্দোলনে অচল হয়ে পড়া চা শিল্প সচল করতে আগামীকাল মঙ্গলবার ফের আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে শ্রম অধিদপ্তর। এতে বাগান মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, শ্রমিকরা মোট চার ঘণ্টা ৪০ মিনিট ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বেলা ৩টা ৪০ মিনিটে তারা স্বেচ্ছায় সড়ক থেকে সরে যায়। মজুরি বাড়ানোর দাবিতে সারা দেশের ২৪১টি বাগানের মতো সিলেট ভ্যালিতেও চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তবে শ্রমিকরা আগামী ২৩ তারিখ পর্যন্ত আলিমেন্টাম দিয়েছে। এর মধ্যে তাদের মজুরি ৩০০ টাকা করা না হলে আবার আন্দেলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। চা শ্রমিক নেতারা বলে আসছিলেন, শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী দুই বছর পর পর মজুরি বৃদ্ধি করার কথা থাকলেও মালিকরা চুক্তির আইন ভঙ্গ করছেন। ১৯ মাস ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। নির্দিষ্ট সময়ে চুক্তি বাস্তবায়ন হলে দেড় বছর আগেই শ্রমিকদের মজুরি বাড়ত। কিন্তু তা না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চা শ্রমিকরা কষ্ট করে জীবনাযাপন করছেন।

পূর্ববর্তী নিবন্ধছোট হয়ে আসছে গুমাই বিল
পরবর্তী নিবন্ধগাইবান্ধার ‘জ্বীনের বাদশা’ মীরসরাইয়ে আটক