দুদকের অভিযানের খবরে সটকে পড়লেন কানুনগোসহ কর্মচারীরা

কক্সবাজার সদর ভূমি অফিস থেকে নথি জব্দ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

অনিয়মদুর্নীতির অভিযোগ পেয়ে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনদুদক। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা ১টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। দুদক দল অভিযানে যাওয়ার খবর পেয়ে ভূমি অফিসের কানুনগো, অফিস সহকারীসহ কর্মচারীরা সটকে পড়েন।

ভূমি অফিসে উপস্থিত লোকজনের সামনে দুদক এক অভিযান চালায়। এ সময় একটি ফাইল জব্দ ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার সাথে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনা করেন দুদক টিম।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। কিছু তথ্যউপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং বেশ কয়েকজন লোকজনের সাথে কথা বলে অনিয়মের অভিযোগ শুনেছি। তবে তাৎক্ষণিক এই সব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। জব্দকৃত নথি যাচাই বাছাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। তবে এই প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, ভূমি অফিসে কোন অভিযান হয়নি। একটি সংবাদের ভিত্তিতে দুদক এসেছিল তথ্যের প্রয়োজনে।

পূর্ববর্তী নিবন্ধউন্মুক্ত খাল-নালার ৫৬৩ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত
পরবর্তী নিবন্ধসামরিক হামলার ‘প্রস্তুতি নিচ্ছে’ ভারত, প্রস্তুত পাকিস্তানও