দুটি প্রাইভেট কার ভাঙচুর একটি মিনি ট্রাকে আগুন

আলমাস সিনেমা হল এলাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি এলাকায় আলমাস সিনেমা হলের সামনে দুটি প্রাইভেট কার ভাঙচুর ও একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের একটি মশাল মিছিল থেকে এ তাণ্ডব চালানো হয়েছে বলে দাবি করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের মালিক মিছিলকারীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন বলেও জানান তিনি।

ওসি কোতোয়ালী আজাদীকে বলেন, আজ (বুধবার) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাত পৌনে ১০টার দিকে স্থানীয় ছাত্রদলের ৩০/৪০ জন নেতাকর্মী কাজীর দেউড়ি মোড় থেকে আলমাস অভিমুখে মশাল নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে।

মিছিলটি আলমাস সিনেমা হলের সামনে আসতে না আসতেই হঠাৎ করে স্লোগান দিতে দিতে প্রথমে দুটি প্রাইভেট কার ভাঙচুর করে এবং পরে আর কিছুটা সামনে গিয়ে একটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। যদিও গাড়িতে চালক ও হেলপার থাকায় তারা দ্রুত আগুনটা নিভিয়ে ফেলে বলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার দুটি থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, প্রাইভেট কার দুটির মালিকের সাথে আমরা কথা বলেছি। তারা মিছিলকারীদের ৬/৭ জনকে চিনতে পেরেছেন। তাদের যেকোনো একজন মামলা করবেন। ওসি বলেন, ঘটনা যারা ঘটিয়েছে তারাই মামলার আসামি হবেন। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে জড়ানো হবে না।

পূর্ববর্তী নিবন্ধজনসভায় অনুপস্থিত উখিয়া টেকনাফের সাংসদ শাহীন
পরবর্তী নিবন্ধনয়াপল্টনে বিএনপি কেন বাড়াবাড়ি করছে আ. লীগ জানে : কাদের