প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। গত মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হালদা নদীতে ইঞ্জিনচালিত অবৈধ দুটি ড্রেজার বালু পরিবহন এবং অনুপ্রবেশ করে মদুনাঘাট থেকে গড়দুয়ারা কামদর আলী চৌধুরী হাট পৌঁছালে রাতে এসিল্যান্ড ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সেখানে পৌঁছান। ইঞ্জিনচালিত ড্রেজারের অনুপ্রবেশে দায়ে দুটি ড্রেজারসহ ৬ জনকে আটক করেন।
হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ আইন অমান্য করায়, অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালানোর মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আসামি ৬ জনের প্রত্যেককে এক লাখ করে ৬ লাখ টাকা জরিমানা ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরো ১৫ দিন কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন চান্দু দাশ, শাহিন মিয়া, আমির, কবির, শরিফ ও কিরণ। ভ্রাম্যমাণ আদালতে প্রশিকিউশন করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। সহযোগিতা করে হাটহাজারী মডেল থানার পুলিশ।












