দুটি ড্রেজারসহ ৬ জন আটক, ৬ লাখ টাকা জরিমানা ও এক মাস জেল

হালদায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। গত মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হালদা নদীতে ইঞ্জিনচালিত অবৈধ দুটি ড্রেজার বালু পরিবহন এবং অনুপ্রবেশ করে মদুনাঘাট থেকে গড়দুয়ারা কামদর আলী চৌধুরী হাট পৌঁছালে রাতে এসিল্যান্ড ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সেখানে পৌঁছান। ইঞ্জিনচালিত ড্রেজারের অনুপ্রবেশে দায়ে দুটি ড্রেজারসহ ৬ জনকে আটক করেন।

হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ আইন অমান্য করায়, অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালানোর মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আসামি ৬ জনের প্রত্যেককে এক লাখ করে ৬ লাখ টাকা জরিমানা ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরো ১৫ দিন কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন চান্দু দাশ, শাহিন মিয়া, আমির, কবির, শরিফ ও কিরণ। ভ্রাম্যমাণ আদালতে প্রশিকিউশন করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। সহযোগিতা করে হাটহাজারী মডেল থানার পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়েবসাইট উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়’