দুটি আন্তর্জাতিক ফ্লাইট আবহাওয়াজনিত কারণে চট্টগ্রামে অবতরণ

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ১১:৩৬ অপরাহ্ণ

খারাপ আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকামুখী দুটি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG364, যা ভারতের চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল, বিকেল ৬টা ৭ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। ফ্লাইটটি বোয়িং ৭৩৮ (Boeing 738) উড়োজাহাজ দ্বারা পরিচালিত হচ্ছিল। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

অপরদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS316, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসা এয়ারবাস ৩৩৩ (Airbus 333) উড়োজাহাজটি বিকেল ৬টা ১৪ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এটি রাত ৭টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট বিকল্প এয়ারপোর্ট হিসেবে চট্টগ্রামে অবতরণে বাধ্য হয়। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় ফ্লাইটগুলো দ্রুত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে সক্ষম হয়েছে। বিমানবন্দরে ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ি চাপায় মসজিদের ইমাম নিহত
পরবর্তী নিবন্ধছেলেদের সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবাকে কুপিয়ে বাড়ি ছাড়া