দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ইপিজেডে দোকানিকে খুনের মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডে পূর্ব বিরোধের জেরে এক যুবককে খুনের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়। একই আদেশে মো. আহসান নামের অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক মজুমদার দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ইপিজেড থানার নিউমুরিং শাহেনশাহ টাওয়ারের পাশে ত্রিপল ঘেরা দিয়ে একটি কাপড়ের দোকান করতেন আব্দুর রহমান ও তার ছেলে মাহফুজুর রহমান। মাঝে মধ্যে মাহফুজুর রহমান দোকানেই রাত কাটাতেন। ঘটনার দিন অর্থাৎ ২০২০ সালের ১ মে রাতেও মাহফুজুর দোকানটিতে রাত কাটিয়েছেন। পরদিন সকালে দোকানের পাশের সিঁড়ির রেলিংয়ের উপর ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, হাতপা বেঁধে শ্বাসরোধ করে মাহফুজুরকে হত্যা করা হয়। প্রচার করা হয় এটি একটি আত্মহত্যার ঘটনা। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০২২ সালের ২৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। আদালতসূত্র জানায়, মাহফুজুরের সাথে আসামিদের মূলত টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল।

পূর্ববর্তী নিবন্ধনিলামে তোলা হলো কংক্রিট মিক্সার লরিসহ ৫৮ লট পণ্য
পরবর্তী নিবন্ধএফসিএল কন্টেনারে চার গুণ স্টোর রেন্ট এক মাস স্থগিত