দুখুর লেখায় ছন্দে সুরে
ফোটে দ্রোহের ভাষা,
জনম দুঃখী পায় যে খুঁজে
বাঁচার নতুন আশা।
দুখুর দ্রোহের কাব্য গানে
টগবগিয়ে রক্ত,
কেঁপেকেঁপে ওঠে আজো
জুলুমবাজের তখতো।
দুখুর গানের বানী সুরে
প্রাণটা ওঠে দুলে,
শেকল ছিঁড়ে যায় যে সকল
বদ্ধ দুয়ার খুলে।
দুখুর লেখায় দ্রোহের ছোঁয়ায়
মাথায় পড়ে বাজ,
দুখুর চোখে স্বপ্ন আঁকে
শোষিতেরই রাজ।