দুইশ যাত্রী নিয়ে ৫৫ মিনিটে সন্দ্বীপ থেকে কুমিরা

জাহাজ আইভি রহমানের আনুষ্ঠানিক যাত্রা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

অবশেষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিআইডব্লিওটিসির বিলাসবহুল জাহাজ এম. ভি আইভি রহমান। গতকাল শনিবার দুপুর দেড়টায় জাহাজটি উদ্বোধন করা হয়। প্রায় দুইশতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট থেকে কুমিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাত্র ৫৫ মিনিটে কুমিরা ঘাটে পৌঁছে জাহাজটি।

উদ্বোধনী দিনে যাত্রীদের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা করেন সাংসদ মাহফুজুর রহমান মিতা। এর আগে সকাল ৭ টায় চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিতা বলেন, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি নিরাপদ নৌযান আজ পূরণ হয়েছে। ঠিক কোরবানির ঈদের পূর্ব মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপবাসীর জন্য এম ভি আইভি রহমান জাহাজ উপহার পাঠিয়েছেন। প্রতিনিয়ত নতুন চরের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় এখানে আগামী অক্টোবর থেকে বিআইডব্লিওটিএ নিয়মিত ড্রেজিং শুরু করবে। ফলে নতুন জেটি করে যাত্রীরা অনায়াসে যাতায়াত করতে পারে। এছাড়া সাগরিকা রাসমনি ঘাটের জেটির নির্মাণের জন্য টেন্ডার ও ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এসময় জাহাজে করে সন্দ্বীপ ঘাট হয়ে কুমিরায় আসেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এ এইচ এম আশিকুজ্জামান, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন, ডিজিএম (বাণিজ্য) গোপাল চন্দ্র মজুমদার, ডিজিএম মেরিন বাপ্পি কুমার অধিকারী, নির্বাহী প্রকৌশলী আব্বাস উদ্দিন আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, জাহাজের কমিশন এজেন্ট ইকরাকুল হক ফরহাদ, সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম উল্লা, কাউন্সিলর শফিকুল মাওলা, কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল, সাংবাদিক ইলিয়াস সুমন প্রমুখ। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কুমিরার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার দুপুর ১ টায় কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এম.ভি আইভি রহমান।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে ফুটবল খেলায় দু পক্ষের মারামারি, আহত ৯
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ও কক্সবাজারে ১৬শ ৬৭ পরিবার পাচ্ছে নতুন ঘর