প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এরপর বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫ উইকেটে ২১৫, শ্রীলঙ্কার বিরুদ্ধে।
আগে ব্যাট করতে নেমে লিটন-রনির ব্যাটে শুরুটা ঝোড়োময় বাংলাদেশের। চার ছক্কার ফুলঝুড়িতে পাওয়ার প্লেতে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। ৬ ওভারে রান আসে বিনা উইকেটে ৮১। এর আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
অল্পের জন্য ফিফটি পাননি লিটন দাস। ২৩ বলে ৪৭ রান করে তিনি ইয়ংয়ের শিকার। তার ইনিংসে ছিল চারটি চার ও তিন ছক্কার মার। দলীয় ৯১ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
নাজমুল হোসেন শান্তর ইনিংস বড় হয়নি। ১৩ বলে ১৪ রান করে তিনি টেক্টরের শিকার। দেড়শ অতিক্রম করে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৪ বলে ফিফটি করার রনি তালকুদার ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। হামের বলে বোল্ড হন তিনি। ৩৮ বলের ইনিংসে সাতটি চার ও তিন ছক্কা হাকান রনি।
২০ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ রান করে ফেরেন শামীম হোসেন পাটোয়ারি। অ্যাডায়ারের বলে স্টারলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৮ বলে ১৩ রান করেন তাওহিদ হৃদয়।
১৩ বলে তিন চারে ২০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব আল হাসান। এক বল মোকাবেলা করে চার রানে নট আউট মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।