চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সচিব খালেদ মাহমুদকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক পদে বদলি করা হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়। অভিযোগ আছে, এর আগে দুইবার বদলি করা হলেও ‘তদবির’ করে নিজের বদলি ঠেকান চসিকের কর্মকর্তা।
জানা গেছে, ২০২৩ সালের ১৭ জুলাই খালেদ মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ–প্রধান হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। একইসাথে চসিক সচিব হিসেবে পদায়ন করা হয় সরকারি আবাসন পরিদপ্তরের (গণপূর্ত) উপ–পরিচালক কাজী শহিদুল ইসলামকে। তিনি ৩০ জুলাই মন্ত্রণালয়ে যোগদানপত্রও দেন। তবে তার চসিকে যোগ দেয়ার আগেই খালেদ মামুদের বদলি আদেশ স্থগিত করা হয়। এর আগে খালেদ মাহমুদকে কঙবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপ–পরিচালক পদে বদলি করা হয়। সেবারও তার বদলি আদেশ স্থগিত করা হয়।
প্রধান শিক্ষা কর্মকর্তা : গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামকে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।