দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন মোটরসাইকেল চুরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে। গত বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী এবং খুলশী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিএমপির উত্তর ও দক্ষিণ গোয়েন্দা পুলিশের এসআই ফজলে রাব্বি কায়সার ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তাররা হলেন, নাইমুর রহমান (৩২) ও শাহরুপ হোসেন। পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব মোটরসাইকেলের মালিকদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।