দুইজনের ৫ বছরের কারাদণ্ড

অটোরিকশা চালককে মারধর মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:০৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ অক্সিজেন মোড় এলাকায় অটোরিকশা চালককে মারধর ও জিম্মি করার চেষ্টার মামলায় দুই জনকে পাঁচ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভূঞা। তারা হলেন, মো. জনি ও মো. আরিফ। গতকাল দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় দুজনই কাঠগড়ায় হাজির ছিলেন। একপর্যায়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু জাফর আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১০ সালের ১৫ জুলাই নগরীর ষোলশহর দুই নম্বর গেইট থেকে আসামিরা একটি অটো রিকশায় চড়ে বায়েজিদ অক্সিজেন মোড় এলাকার নয়ারহাটে যায়। একপর্যায়ে তারা অটো রিকশার চালককে মারধর করেন এবং তাকে জিম্মি করে অটো রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় অটোরিকশা চালক আবদুস সালাম বায়েজিদ থানায় একটি মামলা করেন। একই বছরের ১১ অক্টোবর তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধদাবি আদায় না হলে আন্দোলন