রাউজানের বাগোয়ান ইউনিয়নে কৃষিকাজে নিয়োজিত দুই সহোদরকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত যুবলীগের নেতা মুহাম্মদ আবুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। গতকাল শুক্রবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আবুল হোসেন উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের আব্দুর রহমানের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল চারটার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে ট্রাক্টর ভাড়ার টাকা নিয়ে বিতর্কের জের ধরে আবুল হোসেন একই এলাকার আহমদ মিয়ার দুই ছেলে খোরশেদ আলম ও রাশেদুল আলমকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিল। আহতদের মধ্যে একজনের পেটের ভুরি বের হয়ে যায়। পরে এই ঘটনায় আদালতে মামলা করা হলে সেই মামলার আসামি হিসাবে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেছেন, কৃষক দুই ভাইকে কোপানোর মামলাসহ আবুল হোসেনের নামে আরও একটি মামলার পরওয়ানা রয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।