দুই সহযোগীসহ ডাইল কাদের গ্রেপ্তার

১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, পিকআপ জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি আবদুল কাদের প্রকাশ ‘ডাইল কাদের’ (৪০) দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন। কোতোয়ালী থানা পুলিশ গতকাল সোমবার ভোরে নগরীর পুরাতন ফিশারিঘাট এলাকার মেরিনার সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও বহনকারী পিকআপ জব্দ করা হয়। ডাইল কাদের মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন ইয়াকুব বাড়ি গ্রামের মৃত আবদুল রহমানের ছেলে। কাদের বর্তমানে পাঁচলাইশ থানাধীন রহমাননগর এস আলম ফ্যাক্টরির পাশে বসবাস করেন। গ্রেপ্তার অন্যরা হলো পাঁচলাইশ থানাধীন মেয়র গলির সৈয়দ মো. নওশেদ প্রকাশ নওশাদের ছেলে মো. নিশান (৩০) এবং কুমিল্লার দাউদকান্দি থানাধীন রায়পুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. শিপন (২৬)। সে মাদারবাড়ির মাঝিরঘাট উজানগলিতে ভাড়া বাসায় বসবাস করে। অভিযানের সময় পিকআপের চালক রিপন (২৩) ও অপর সহযোগী রাজীব দাশ পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদকবহনে ব্যবহৃত পিকআপটি জব্ধ করা হয়েছে। অভিযানের সময় গাড়ির চালক ও অপর একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাইল কাদের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নগরীতে ১৮টি মামলা রয়েছে। মূলত তারা কুমিল্লা থেকে কমদামে ফেনসিডিল সংগ্রহ করে কঙবাজারে বেশি দামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ওসি জানায়, ‘কাদের চৌদ্দ বছর বয়স থেকে রেলস্টেশনে ঘুমাতো। বরিশাল কলোনীর মাদক স্পটের নিয়ন্ত্রক ডন ফারুকের মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল কাদের। ওখানেই সে ডাইল কাদের পরিচিতি লাভ করে। পুলিশ ও র‌্যাবের বিভিন্ন অভিযানে একাধিকবার গ্রেপ্তার হয় কাদের। পরে জামিনে বেরিয়ে কাদের পুনরায় ফেনসিডিল (ডাইল) ব্যবসায় জড়িয়ে পড়ে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদের স্বীকার করেছে, কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত এবং নগরীর বিভিন্ন পয়েন্টে ফেনসিডিল বিক্রয়ের জন্য তার কমিশন এজেন্ট রয়েছে। বর্তমানে ইয়াবার চাইতে ফেনসিডিলে লাভ বেশি। একসময় ফেনসিডিলের দাম ৫০০-৬০০ টাকা হলেও এখন একটি ফেনসিডিলের দাম তিন হাজার তিনশ টাকা টাকা। কর্মচারীদের মাধ্যমে সে মাদকসেবিদের কাছে ফেনসিডিল হোম ডেলিভারি দেয় বলেও জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে গড় আয়ু বেড়েছে
পরবর্তী নিবন্ধসাত লাখ টাকার ‘সম্রাট’