বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রতি দুই শতাধিক নারী ও শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। সংগঠনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ইংরেজি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাৎ মুৎসুদ্দির সৌজন্যে রাজশাহীর নওগাঁ, বদলগাছি উপজেলার, মাধবপাড়া অধ্যাপক জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ ভিক্ষু। কর্মসূচি বাস্তবায়নে ছিলেন যুব পরিষদের রাজশাহী অঞ্চলের সভাপতি অজিৎ কুমার সরদার। প্রেস বিজ্ঞপ্তি।












