দুই লাখ ইয়াবা নিয়ে গাড়ির জন্য অপেক্ষা

একজন আটক

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ আবু সৈয়দ নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত সৈয়দ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ফুলের ডেইল গ্রামের নুরুল কবিরের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, কক্সবাজারস্থ র‌্যাব-১৫ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার হ্নীলা বাজার সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে আবু সৈয়দ পালানোর চেষ্টা করে। তখন তাকে আটক করা হয় এবং ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ সময় একই এলাকার সোনা মিয়া (৩২) ও রোহিঙ্গা মোহাম্মদ রফিক প্রকাশ বারমাইয়া রফিক (৩৫) পালিয়ে যায়।

র‌্যাব-১৫ অফিসের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি