যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে দেশের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‘ওমর’। একটি খুন এবং তা ধামাচাপা দেওয়ার নানা চেষ্টা নিয়ে থ্রিলার গল্পের সিনেমা ‘ওমর’ মুক্তি পায় গত বছরের রোজার ঈদে। বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, সোমবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। অন্য ভাষাভাষীর দর্শকদের বোঝার সুবিধার্থে রয়েছে ইংরেজি সাব–টাইটেল। খবর বিডিনিউজের।
‘ওমর’ সিনেমায় দেখা গেছে, এলাকার প্রভাবশালী ব্যক্তি বড় মির্জা। তার ছেলে ছোট মির্জা এমন কোনো অপরাধ নেই, যা করে না। এক হোটেলে ছোট মির্জার সঙ্গে কথা কাটাকাটি হয় ওমরের। সেখানেই ধস্তাধস্তির একপর্যায়ে খুন হন ছোট মির্জা। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি ওমর ও বদি। খুনের ঘটনায় একে অপরকে দায়ী করে তারা।
ওমর দাবি করেন, বদির কারণেই ছোট মির্জা প্রাণ হারিয়েছে। অন্যদিকে বদির ধারণা, খুনের দায় ওমরের। তারা বুঝতে পারে, যার কারণেই মৃত্যু হোক না কেনো বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। লাশ লুকাতে দেখা যায় ছোট মির্জার বাড়িতেই। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
‘ওমর’ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বদি চরিত্রে দেখা গেছে নাসিরউদ্দিন খানকে। বিশেষ একটি চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিস আহমেদসহ অনেকে।
মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। সিনেমার গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।












